জন্ম থেকে মৃত্যু, আমাদের জীবনটাকে আল্লাহ্ সাজিয়েছেন ঠিক যেন সূর্যের মত করে। একটি শিশুর জন্ম যেন ভোরে পূর্বদিগন্তে রাঙা সূর্যের উদয়। শিশুর মুখের স্নিগ্ধ হাসি, আর রাঙা সূর্যের কোমল হাসি আমাদের অন্তরে একই রকম পবিত্রতার অনুভ‚তি দান করে। পূর্বাহ্ণের সূর্য যেন আমাদের জীবনের কৈশোরের প্রতীক। মধ্যগগনের দেদীপ্যমান সূর্য যে আমাদের জীবনের খুবই অল্প স্থায়ী যৌবনের তেজ ও প্রতাপের প্রতীক।জীবন থেকে যৌবন যখন বিদায় নেয়, আর বার্ধক্য আসি আসি করে, শেষ বিকেলের সূর্য যেন সেই অবসন্ন সময়ের উপর ছায়াপাত করে।
জীবনের সবচে’ করুণ সময়পর্ব হলো বার্ধক্য, চুলের কালো রঙ যখন বিদায় নেয়, সাদা রঙ তার স্থান দখল করে। হাড়গুলো সব দুর্বল হয়ে পড়ে। শক্তির প্রতিটি প্রকাশক্ষেত্র হয়ে পড়ে নিস্তেজ। জীবনের এই পড়ন্ত সময়ের যেন সাক্ষী হয়ে থাকে অস্তগামী সূর্য। আর মৃত্যু ও সূর্যাস্ত তো যেন দুই যমজ ভাই! এভাবে উদয় থেকে অস্ত পর্যন্ত বিভিন্ন পর্বে সূর্য যেন আমাদের সমনে প্রতিদিন তুলে ধরে আমাদেরই ক্ষণস্থায়ী জীবনের বাস্তব চিত্র, যাতে অনন্ত যাত্রার পথে মুহূর্তের জন্য উদাসীন হয়ে না পড়ি। এই চেতনা অর্জনেরই শপথ আজ আমরা নিতে চাই।