মুহাররম ১৪৪৫ হিঃ

শেষের পাতা

এমন কেন হয়না! এমন কি হতে পারে না!

শেয়ার করুন:     
প্রিন্ট

এতিম ছেলেটি একদিন আমাকে ডাকলো। সে ডাকলে আমার ভালো লাগতো! তার ডাকে সাড়া দিতে পারলে আমি খুশী হতাম। এবারও আমি তার ডাকে সাড়া দিয়ে তার কাছে গেলাম। ভেবেছিলাম, সে তার কোন সমস্যার কথা বলবে, আর আমি যতদূর পারি তাকে সাহায্য করবো!

কিন্তু না, আমাকে অবাক করে দিয়ে সে বললো, চলো আমরা আজ একটি ভালো কাজ করি! ভালো কাজ করার জন্য এতীম ছেলেটি আমাকে চিন্তা করেছে! আমার কথা মনে করেছে! আমার খুব ভালো লাগলো!

জানতে চাইলাম, কী ভালোকাজ! একক্ষুধার্ত মানুষের ঘরে রাতের অন্ধকারে কিছু খাবার দিয়ে আসবো, আর তোমার কাছে যদি কিছু অর্থ থাকে! এতীম ছেলেটি তার রাতের খাবার রেখে দিয়েছিলো! আমার কাছে কিছু অর্থ ছিলো ...

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা