রবিউল আউয়াল ১৪৪০হিঃ (৩/৭)

শেষের পাতা

নফসের সংশোধন

শেয়ার করুন:     
প্রিন্ট

আমার মুরশিদ, আল্লাহ তাঁকেবেলা হিসাব জান্নাতুল ফিরদাউসের আ‘লা মাকাম নছীব করুন, একদিন আমাকে বলেছিলেন, কোমল তিরস্কারের সঙ্গে, আমার একটি ভুল চিন্তার সংশোধনের উদ্দেশ্যে; তিনি বলেছিলেন, যুহদ ও দুনিয়াবিমুখতার অর্থ এ নয় যে, মানুষ জীবনের কোন স্বাদ-আনন্দ ভোগ করবে না, দুনিয়ার নায নেয়ামত গ্রহণ করবে না, বা প্রয়োজনীয় সম্পদ সঞ্চয়ের চিন্তা করবে না। যুহদের অর্থ হলো, দুনিয়ায় বাস করো, দুনিয়ার নেয়ামত ভোগ করো, তবে দুনিয়ার মুহব্বতকে দিলের মধ্যে দাখেল করো না। একজন কুঁড়ে-ঘরে বাস করে, ফাটাছেঁড়া কম্বল পরে, শুকনো রুটি দিয়ে ক্ষুধা নিবারণ করে, কিন্তু এগুলোর মোহ রয়েছে তার দিলের ভিতরে, তাহলে সে যাহিদ নয়, যুহদের হাকীকত থেকে বহু দূরে সে।

একজন তিজারত করে বাজারে সততা ও সত্যবাদিতার সঙ্গে। দুনিয়ার বিত্ত-প্রাচুর্যের মধ্যে বাস করে, কিন্তু এগুলোর মোহ ও মুহব্বত নেই তার দিলে। তার দিল শুধু ইনতিযারে থাকে আখেরী আওয়াযের। সে হলো যাহিদ, সে অর্জন করেছে যুহদের আসল হকীকত।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা