হে আল্লাহ, অভাবের জীবন থেকে, ক্ষুধা-অনাহারের জীবন থেকে তুমি আমাদের রক্ষা করো, এমন অভাব, এমন ক্ষুধা-অনাহার যা ঈমানকে পরীক্ষার মধ্যে ফেলে দেয়।
আমাদের তাওফীক দাও হে আল্লাহ, যারা ক্ষুধার্ত তাদের মুখে যেন লোকমা তুলে দিতে পারি, মায়া করে এবং ভালোবেসে।
হে আল্লাহ, যারা বিপদগ্রস্ত, তাদের পাশে যেন দাঁড়াতে পারি সান্ত¡না হয়ে, জীবনের একটু সামান্য অবলম্বন হয়ে।
হে আল্লাহ, যাদের উপার্জ‘ন ছিলো না, তোমার নবী তাদের উপার্জনের উপায় করতেন; মানুষের বোঝার ভার লাঘব করতেন, দুর্যোগে দুর্বিপাকে তাদের সাহায্য করতেন; হে আল্লাহ! এই নববী গুণের কিছু ছায়া, কিছু ছোঁয়া আমাদেরও দান করো। তুমিই তো দাতা হে দয়াল!!