রবিউল আউয়াল ১৪৪০হিঃ (৩/৭)

শেষের পাতা

এমন কেন হয়না! এমন কি হতে পারেনা!

শেয়ার করুন:     
প্রিন্ট

ঐ এতীম ছেলেটির কথা শুরু যখন হয়েছে শেষ পর্যন্ত বলে যেতে চাই। এত ছোট্ট পরিসরে কতদিনে বলে শেষ করতে পারবো কে জানে। পারবো তো! নাকি তার আগেই চলে যাবো ঐ সুন্দর দেশে যেখানে গিয়েছে ঐ এতীম ছেলেটি আজ থেকে বহু বছর আগে। এত অল্প বয়স নিয়ে এসেছিলো ছেলেটি! ভালো ভালো হৃদয় ও আত্মার মানুষগুলো, শুভ্র পবিত্র চিন্তা ও চরিত্রের মানুষগুলো কি কম বয়স নিয়েই আসে পৃথিবীতে?!

ছেলেটি শুধু যে ভালো ভালো কথা বলতো, তা নয়। যা বলতো তা সে বিশ্বাস করতো এবং নিজের আচরণে তা বাস্তবায়ন করতো। ভালো ছেলেদের সঙ্গে যেমন সে মিশতো, তেমনি মিশতো ‘খারাপ’ ছেলেদেরও সঙ্গে। আমরা বলতাম, খারাপ ছেলে, সে বলতো হারানো ছেলে। হারানো ছেলে, কথাটার অর্থ আমরা বুঝতাম না। সেই সুন্দর মধুর হাসিটি ঠোঁটের মধ্যে ফুটিয়ে তুলে কথাটা সে আমাদের বুঝিয়ে বলতো।

। শুভ্র সুন্দর পথের যাত্রী সেই ছিলো, হঠাৎ পথ হারিয়ে ফেলেছে। কারণ.....

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা