মুহররম.১৪৪০হিঃ (৩/৬)

শেষের পাতা

শেষ কথা

শেয়ার করুন:     
প্রিন্ট

পুষ্পের সঙ্গে আমার একটা সাধারণ অবস্থা এই যে, যখন প্রথম কথা লিখি তখন মনের মধ্যে একটা আশাবাদ কাজ করে। তখনো অনেক সমস্যা থাকে এবং থাকে বিভিন্ন রকমের প্রতিকূলতা ও জটিল পরিস্থিতি। কিন্তু কেন জানি এগুলো তখন চিন্তার বহির্জগতেই থাকে, চিন্তার অন্তর্জগতে খুব একটা অনুপ্রবেশ করতে পারে না। তখন অন্ধকারের মধ্যেও আলোর একটা রেখা আমাকে যেন অনুপ্রাণিত করে। ভিতরের এ উদ্দীপনা সামান্য হলেও একটা শক্তি যোগায় যে, এখনো কিছু ভালো কাজ হতে পারে!  রোগ যত গরুতরই হোক, এখনো হতে পারে তার উপশম। কারণ এখনো আকাশ থেকে শিশির ঝরে! এখনো ঘরে ঘরে শিশুর হাসি ও কান্না শোনা যায়!যখন ‘শেষ কথা’ লিখতে বসি, যেমন এখন- একটা হতাশা যেন আমাকে আচ্ছন্ন করে ফেলে। তখন আলোর মধ্যেও যেন অন্ধকারের একটা ছায়া আমাকে অস্থির করে রাখে। তখন প্রতিটা সমস্যা ও প্রতিকূলতা আমার চিন্তার অন্তর্জগতে শুধু অনুপ্রবেশ করে না, একটা ভয়ঙ্কর তোলপাড়ও সৃষ্টি করে। তখনো হয়ত আকাশ থেকে শিশির ঝরে; আমি তার স্পর্শ অনুভব করতে পারি না। তখনো হয়ত শিশুরা হাসে এবং কাঁদে; আমি শুনতে পাই না। ....

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা