মুহররম.১৪৪০হিঃ (৩/৬)

শেষের পাতা

এ ম ন কে ন হ য় না! / এ ম ন কি হতে পা রে না!

শেয়ার করুন:     
প্রিন্ট

আবার ফিরে আসি সেই এতীম ছেলেটির কাছে। সবার সঙ্গেই তার কোমল সুন্দর, ও পবিত্র একটি সম্পর্ক ছিলো। আমরা যে বলি, ভালো ছেলের সঙ্গে মিশবে, খারাপ ছেলের সঙ্গে মিশবে না, এটা সে বিশ্বাস করতো না। সে বলতো- যখন বলতো, মধুর একটা হাসি তার মুখম-লকে যেন উজ্জ্বল করে রাখতো- সে বলতো, জন্ম থেকে কেউ তো খারাপ হয় না। এখন পরিবেশ যদি কাউকে খারাপ করেই থাকে, তার দায় তো আমাদের বহন করতে হবে। তার সঙ্গে ওঠাবসা করে, কোমলতা দিয়ে, হাসির তা দিয়ে আমাদের তো চেষ্টা করতে হবে, যাতে সে ফিরে আসতে পারে জন্মের সময়ের শুভ্রতা ও পবিত্রতার দিকে। আমি বলতাম, কিন্তু তার সংস্পর্শে যদি আমি খারাপ হয়ে যাই। একই রকম হেসে ছেলেটি বলতো, নিজের পবিত্রতার উপর, নিজের সদিচ্ছার উপর এবং আল্লাহর সাহায্যের উপর আমাদের আস্থা থাকা উচিত!অবাক হয়ে ভাবি, ঐ ছোট্ট বয়সে এত সুন্দর ও গভীর চিন্তা সে করতো... না, আমি সত্য

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা