জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

শেষের পাতা

এমন যেন হয় আমাদের আমল

শেয়ার করুন:     
প্রিন্ট

 

জোবায়র বিন নোফায়র বলেন, আবুদারদা রা.কে আমি শুনেছি, নামাযের শেষে তাশাহ্হুদ থেকে ফারেগ হয়ে বারবার আল্লাহর কাছে নিফাক থেকে পানাহ চাচ্ছেন। আমি অবাক হয়ে বললাম, হে আবুদারদা! আপনি নিফাকের ভয় করছেন! নিফাক আপনাকে পাবে কীভাবে?!

তিনি বললেন, চুপ করো! চুপ করো! নিজের দ্বীন ও ঈমানের বিষয়ে কেউ আশ্বস্ত থাকতে পারে না। কেননা (আল্লাহর পানাহ যদি উঠে যায় তাহলে) একমুহূর্তের মধ্যে মানুষ দ্বীন ও ঈমান থেকে বঞ্চিত হয়ে যেতে পারে।

সুবহানাল্লাহ! নবীর প্রিয় ছাহাবী হয়েও এই ছিলো তাঁদের অবস্থা, আর...

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা