মুহররম ১৪৩২ হি: (১৮)

শেষের পাতা

এমন যেন না হয় আমাদের আমল

শেয়ার করুন:     
প্রিন্ট

 

শায়খুল হিন্দ হযরত মাওলানা মুাহমূদুল হাসান (রহ) সম্পর্কে বর্ণিত আছে, এক থানার দারোগা তাঁর খুব ভক্ত ছিলো। তার ইচ্ছে হলো, শায়খকে বাড়ীতে দাওয়াত দিয়ে নেবে। সে শায়খের খিদমতে হাযির হলো এবং মনের ইচ্ছা ব্যক্ত করলো। হয়ত লোকটির উপার্জন সন্দেহযুক্ত ছিলো। তবে হযরত শায়খ কোন কারণ না দেখিয়ে ওযর পেশ করে দিলেন। সে অনুরোধ করতে লাগলো, আর হযরত ওযর করতে লাগলেন। শেষে লোকটি হঠাৎ ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষা ব্যবহার করে বসলো। আর বললো, তোমাদের মত মোল্লা-মৌলবীদের আমার জানা আছে। হযরত শায়খ অম্লান বদনে তার অকথ্য কথাগুলো শুনে গেলেন, তারপর বললেন, ভাই আমার আসল অবস্থা যদি তুমি জানতে! 

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা