শাবান ১৪৩১হিঃ (১৭)

শেষের পাতা

একটি দুআ

শেয়ার করুন:     
প্রিন্ট

হে আল্লাহ! রিয়ার গান্দেগি এবং আত্মতুষ্টির ফিতনা থেকে আমাদের আপনি হিফাযত করুন। খ্যাতি ও সুখ্যাতির চাহিদা এবং যশলিপ্সার অনিষ্ট থেকে আমাদের রক্ষা করুন। আমাদের সমস- নেক আমল মাখলূকের নযর থেকে গোপন রাখুন। আমাদের সমস- আমলকে আপনি লিওয়াজহিকাল কারীম কবুল করুন। হে আল্লাহ, দিনের আলোতেও রাতের অন্ধকার দ্বারা আমাদের আমলকে আপনি ঢেকে রাখুন। হে আল্লাহ, আপনার যাতে পাকের জালাল ও জামালের মাঝে আমাদের হাকীর যাত ও তুচ্ছ সত্তাকে বিলীন করে দিন। আমাদের ফানাইয়াতের মাকাম দান করুন। মাজবূর বান্দার দু‘আ হে আল্লাহ, আপনি কবূল করুন, আমীন।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা