শাবান ১৪৩১হিঃ (১৭)

শেষের পাতা

এমন যেন না হয় আমাদের আমল

শেয়ার করুন:     
প্রিন্ট

ইখলাছের বিষয়ে আমাদের মহান ‘সালাফ’ এত উৎকণ্ঠা ও পেরেশানির মধ্যে থাকতেন যে, নিজেদের সমস- নেক আমল মানুষের কাছ থেকে গোপন করার চেষ্টায় থাকতেন। আল্লাহ ছাড়া কেউ যেন তাঁদের আমল জানতে না পারে, এই ভয়ে যে, যদি রিয়া এসে যায়, ইখলাছ নষ্ট হয়ে যায়! হযরত রাবী‘ঈ (রহ)কে মহল্লার মসজিদে কখনো নফল পড়তে দেখা যায়নি, একবার ছাড়া। তাঁর সমস- আমল ছিলো গোপনে গোপনে। তেলাওয়াতের সময় কেউ যদি এসে পড়তো, তিনি চাদর দিয়ে কোরআন শরীফ ঢেকে রাখতেন, যাতে তেলাওয়াতের আমল তার সামনে প্রকাশ না পায়। রূহানিয়াতের এত উঁচা মাকাম ছিলো যার, এমন ছিলো তাঁর ইখলাছ নষ্ট হওয়ার ভয় এবং রিয়া থেকে বাঁচার চেষ্টা! তিনি বলতেন, যে কোন আমল আল্লাহ তা‘আলার সন'ষ্টি লাভের উদ্দেশ্য ছাড়া করা হবে তা বরবাদি ছাড়া আর কিছু নয়।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা