আল্লামা আবুল ফারাজ ইবনুল জাওযী (রহ) এভাবে দু‘আ করতেন- হে আল্লাহ! এমন জিহ্বাকে তুমি আযাব দিয়ো না, যা তোমার কথা আলোচনা করে এবং এমন চোখকে যা তোমার দিকে পথপ্রদর্শনকারী ইলম অধ্যয়ন করে এবং এমন পা যা তোমার আনুগত্যের দিকে হাঁটে এবং এমন হাত যা তোমার রাসূলের হাদীছ লেখে। তোমার ইয্যতের কসম হে আল্লাহ, আমাকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো না। কেননা জাহান্নামীরা জানে যে, যত দিন বেঁচে ছিলাম, আমি তোমার দ্বীনের পক্ষে তাদের বিরুদ্ধে লড়াই করেছি।
