রমযান ১৪৩০ হিঃ (১৩)

শেষের পাতা

শেষ কথা

শেয়ার করুন:     
প্রিন্ট

এত দিন হলো, তবু আমি হতে পারলাম না তোমাদের; তোমরা হলে না আমার। কেন রয়ে গেলো এত দূরের ব্যবধান, আমাদের মাঝে?! আমি তো চেয়েছিলাম অন্তর দিয়ে, তোমাদের কাছে যেতে, তোমাদের কাছে পেতে! আমার চেষ্টায় নিশ্চয় কোন অসম্পূর্ণতা ছিলো। কেউ যদি বলে দিতো, কোথায় ত্রুটি ছিলো আমার? আর কী করণীয় ছিলো আমার? বিশ্বাস করো, আমি এখনো চাই। হয়ত চেষ্টায় খুঁত আছে, আন্তরিকতায় খাদ নেই। আবার কি শুরু করতে পারি না, আমি এবং তোমরা, যেন হতে পারি ‘আমরা’?! একসঙ্গে পথ চলার তো প্রয়োজন আছে আমার এবং তোমাদের। একসঙ্গে যদি পথ চলতে না পারি তাহলে আমি পড়ে গেলে কে টেনে তোলবে? তুমি হোঁচট খেলে কে হাত ধরবে? পথের বাঁকে বাঁকে কত বিপদ-ঝুঁকি লুকিয়ে থাকে, এখানে সেখানে কত চড়াই-উৎরাই থাকে, একতার শক্তি ছাড়া কি চড়াই-উৎরাই পার হওয়া যায়! বিপদ-ঝুঁকির মোকাবেল করা যায়! দয়া করে বলবে আমাকে, কীভাবে কাছে আসা যায়, কাছে পাওয়া যায়, কীভাবে ‘আমরা’ হওয়া যায়! অথচ দূরের একজন, কত অন্ত-রঙ্গ তার আচরণ! কত আপন করা তার উচ্চারণ! দূর এত নিকটের হলে নিকট কেন এত দূরের হয়! কবির কথাই কি তবে সত্য হবে, ‘তোমাদের থেকে দূরে চলে যাবো, যেন তোমাদের কাছে পাই!’ কাছে থেকে কাছের হওয়া কি সত্যি অসম্ভব?! আমার তো মনে হয়, ইচ্ছে করলেই আমরা তা হতে পারি, ইচ্ছাকে যদি প্রতিজ্ঞার অর্থে গ্রহণ করি, আর আল্লাহর কাছে যদি প্রার্থনা করি।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা