রমযান ১৪৩০ হিঃ (১৩)

শেষের পাতা

সেই চেতনার জন্য

শেয়ার করুন:     
প্রিন্ট

যারা সময়ের অপচয় করেননি, বরং সময়কে সঠিকভাবে কাজে লাগিয়েছেন তারা জীবনে সফল হয়েছেন। আমাদের আকাবির যারা, যাদের নাম আমরা গর্বের সাথে স্মরণ করি তাদের, সময়কে কাজে লাগানোর বিস্ময়কর বিভিন্ন ঘটনা কিতাবে দেখতে পাই, এমনসব ঘটনা, যা এ যুগে বিশ্বাসযোগ্যই মনে হবে না। আজ আমি আবার নতুন করে প্রতিজ্ঞা করছি, সময়ের হেফাযতের চেতনা মৃত্যু পর্যন্ত ধারণ করবো। আসলে জীবন মানেই তো কোন না কোন চেতনা অন্তরে লালন করা এবং সেই চেতনার পথে জীবনকে পরিচালিত করা। জীবনে আমরা যে জিনিসের সবচে’ বেশী অপচয় করি তা হলো সময় এবং পানি! আর যে জিনিস সবচে’ বেশী হিসাব করে খরচ করি তাহলো পঁয়সা। আমরা পঁয়সা বাঁচানোর জন্য সময় খরচ করি, সময় বাঁচানোর জন্য পঁয়সা খরচ করি না, অদ্ভূত!

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা