রজব ১৪৩০ হিঃ (১২)

শেষের পাতা

নফসের সংশোধন

শেয়ার করুন:     
প্রিন্ট

অনেকে বলে, জানি না, আমাদের আমল; নামায, রোযা, এগুলো কবুল হয় কি না? এটা যদি নিজের মন্দ হালাতের কথা চিন্তা করে অন্তরের ভয়-ভীতির কারণে হয় তাহলে তো ভালো। মুমিনের কাজই হলো আমল করার পর ভয় করতে থাকা, আমার আমল তো কবুল হওয়ার যোগ্য নয়; আমলের পর আত্মতুষ্টি আসা উচিত নয়। তবে শয়তান যেন অন্তরে হতাশা সৃষ্টি করার সুযোগ না পায়। একারণে আল্লাহর রহমতের কথা স্মরণ রাখা উচিত যে, আমার আমল যদিও কবুলিয়াতের যোগ্য নয়, কিন্তু আল্লাহর রহমতের কাছে খুবই আশা করা যায় যে, তিনি টুটাফাটা আমলও মেহেরবানি করে কবুল করে নেবেন।

যখন কোন আমল দ্বিতীয়বার করার তাওফীক হয় তখন মনে করবে যে, এটা প্রথম আমলটি কবুল হওয়ার আলমত। কেননা তা কবুল না হলে দ্বিতীয়বার আমল করার তাওফীক দেয়া হতো না। সুতরাং প্রতিটি আমল করার পর ভয় করো, আবার শোকরও করো। ইসতিগফার করো, আবার আলহামদু লিল্লাহ বলো।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা