রজব ১৪৩০ হিঃ (১২)

শেষের পাতা

সেই চেতনার জন্য

শেয়ার করুন:     
প্রিন্ট

সংখ্যার গণনায় একশ কোটি ছাড়িয়ে গেছে মুসলিম উম্মাহ। তাদের কোরআন এক, নবী এক, কেবলা এক। তাদের তো ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার কথা ছিলো। অথচ আজ তারা বিভিন্ন দেশে, বিভিন্ন ভৌগলিক সীমানায় বিভক্ত। এমনকি অনেক সময় একে অন্যের প্রতি শত্রুতায় লিপ্ত। মুসলিম উম্মাহ এখন যেন ছোট ছোট লোকমা। উম্মাহর শত্রুরা একটি একটি করে লোকমা যেন গ্রাস করে নিচ্ছে খুব সহজে। প্রথম লোকমাটি ছিলো আফগানিস্তান, দ্বিতীয় লোকমাটি ছিলো ইরাক, এখন তৃতীয় লোকমা হতে যাচ্ছে পাকিস্তান! কে জানে এভাবে একে একে কত লোকমা তারা গ্রাস করবে! কবে হুঁশ হবে মুসলিম উম্মাহর! কবে তারা ঐক্যবদ্ধ হবে মুসলিম ভ্রাতৃত্বের চেতনায়! কবে তাদের মনে পড়বে তাদের প্রিয় নবীর সেই মহান বাণী- মুসলিম উম্মাহ হলো একটি দেহের মত। দেহের একটি অঙ্গ যখন কষ্ট পায়, সকল অঙ্গ তার জন্য অস্থির হয়ে পড়ে!

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা