রজব ১৪৩০ হিঃ (১২)

শেষের পাতা

এমন যেন না হয় আমাদের আমল

শেয়ার করুন:     
প্রিন্ট

এক নেককার গরীব এক ধনী লোকের ফলের বাগানে কাজ করতো। একদিন মালিক বাগানে বেড়াতে এলো। তখন ছিলো খুব গরমের সময়। বাগানের মালিক লোকটিকে বললো, খুব পিপাসা পেয়েছে, এক কাজ করো; গাছ থেকে তাজা ফল পেড়ে এক গ্লাস শরবত তৈরী করে আনো। লোকটি মালিকের আদেশ পালন করলো এবং ফলের শরবত তৈরী করে খুব আদবের সাথে মালিকের সামনে পেশ করলো। মালিক শরবতে চুমুক দিয়ে বললো, এত টক কেন? মিষ্টি দেখে আরেক গ্লাস আনো। এবারও টক হলো। মালিক নারায হয়ে বললো, এত দিন বাগানে আছো, এখনো জানো না, কোন গাছের ফল কেমন? তখন লোকটি বললো, আমি তো শুধু ফলের পাহারাদার। আমি তো কখনো কোন ফল খেয়ে দেখিনি!

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা