ইন্তিফাদার প্রথম শহীদ ইবরাহীমের শেষ বাক্য
আলকুদস আমাদের, আমরা আত্মসমর্পণ করবো না।
ফিলিস্তীনের পবিত্র শহর আলকুদ্স (জেরুসালেম)কে ইসরাইলের রাজধানীরূপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা আসার পর শুরু হয় তৃতীয় ইন্তিফাদা বা ‘কাফন-শপথ’ সর্বাত্মক প্রতিরোধের জিহাদ। ৮ই ডিসেম্বর তৃতীয় ইন্তিফাদার ডাক দেয় ফিলিস্তীনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাস। তারপর থেকে এখন পর্যন্ত ফিলিস্তীনের অকুতোভয় কিশোর তরুণরা রাস্তায় অবস্থান করছে। তাদের একমাত্র অস্ত্র ইহুদী সেনাদের দিকে ছুঁড়ে মারা প্রস্তর। হামাস-নেতা ইসমাঈল হানিয়ার সঙ্গে কণ্ঠ মিলিয়ে তাদের বক্তব্য হলোÑ ইসরাইল নামে কোন বৈধ রাষ্ট্র নেই। সুতরাং তার কোন রাজধানীও থাকতে পারে না।
ফিলিস্তীনের প্রতিরোধ দমনের লক্ষ্যে ইসরাইলী সেনাদের নৃশংসতাও অব্যাহত রয়েছে। শুক্রবার ১৫ই ডিসেম্বর ইসরাইলী সেনাদের গুলিতে চার ফিলিস্তীনী যুবক শহীদ হয়েছে। গুরুতর আহত হয়েছে অন্তত চল্লিশজন।
পূর্বজেরুসালেমের উত্তরে আনাতা গ্রামে সঙ্ঘর্ষ ছড়িয়ে পড়লে ইবরাহীম আবু সূরিয়া বুকে গুলিবিদ্ধ হন। এ অবস্থায় তিনি ইসরাইলী সেনাদের দিকে ছুটে যান এবং চিৎকার করে বলতে থাকেন, ‘আলকুদস আমাদের, আমরা আত্মসমর্পণ করবো না।’ এরপর তিনি মাটিতে লুটিয়ে ...