মুহতারাম সম্পাদক, পুষ্প
السلام عليكم و رحمة الله وبركاته
আশা করি আল্লাহর রহমতে কুশলেই আছেন। প্রথমে আপনাকে মোবারকবাদ জানাই বাংলা সাহিত্যের অঙ্গনে পুষ্পের মত একটি ইনকিলাবি খেদমতের জন্য। বস্ত্তত যারা বাংলা সাহিত্যে দক্ষতা অর্জন করতে চায়, পুষ্প তাদের চলার পথে সাহস ও প্রেরণা দান করছে। এ জন্য আল্লাহ তা‘আলা আপনাকে সর্বোত্তম বিনিময় দান করুন, আমীন।
একথা সত্য যে, কর্ম ও কীর্তিরূপে পুষ্প একটি জীবনের জন্য যথেষ্ট। কিন্তু আপনার ক্ষেত্রে, আমি মনে করি তা সত্য নয়। আমরা বরং আপনার কলম থেকে আরো কিছু ফল ও ফসল আশা করি। সে যোগ্যতা আল্লাহ তা‘আলা আপনাকে দান করেছেন, যার শোকর আদায় করা কর্তব্য।
তো আমি অধম এবং আরো অনেকে আপনার কাছ থেকে যে ক’টি কাজ অগ্রাধিকার ভিত্তিতে পাওয়ার আশা করি তা সংক্ষেপে এই-
(১) মাদানী নিছাবের অবশিষ্ট কিতাবগুলো তৈরী করা, যাতে নিছাবটি মোটামুটি পূর্ণাঙ্গতা লাভ করতে পারে।
(২) প্রস্ত্ততকৃত কিতাবগুলোর প্রয়োজনীয় সংস্কার ও সম্পাদনা অব্যাহত রাখা, যেমনটি الطريق إلى العربية এর ক্ষেত্রে হয়েছে।
(৩) ‘মাদানী নিছাব কী ও কেন?’ নামে একটি কিতাব তৈরী করা, যাতে নিছাবটির দার্শনিক ভিত্তি, তাৎপর্য, যুগের আলোকে তার প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয় বিশদভাবে আলোচিত হবে। এটি খুবই জরুরী, যাতে মানুষ এই ইনকিলাবি নিছাবটি সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারে।
(৪) السيرة الذاةية আত্মজীবনী তৈরী করা, যা আপনার প্রতি হযরত পাহাড়পুরী হুযূর দামাত বারাকাতুহুমের বিশেষ আদেশ।
(৫) ‘জীবন থেকে শিক্ষা’ নামক বইটি তৈরী করা, যা আপনি নিজেই আমাকে একসময় বলেছেন। এ বইটি ইনশাআল্লাহ খুবই উপকারী হবে।
(৬) আদর্শ মাকতাব, মেয়েদের আদর্শ মাদরাসা-এর পূর্ণাঙ্গ নিছাব ও কিতাব তৈরী করা
(৭) تربية الأطفال ও تعليم الأطفال এর কিতাবসমূহ তৈরী করা। (যাতে শিশুদের শিক্ষা ও দীক্ষার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা থাকবে।)
(১০) ছহীহ ও হাসান হাদীছের বৃহত্তম কিতাবটির মানসম্মত তরজমা করা।
(১১) একটি ইলমী ও নিছাবী এবং একটি আদবী ও ব্যবহারিক ترجمة معاني القرآن الكريم প্রস্ত্তত করা। এ কজাগুলো সমাপ্ত হলে ইনশাআল্লাহ আদবের সঙ্গে আপনার খিদমতে নতুন তালিকা পেশ করা হবে।
এগুলো তো হলো তাছনীফী কাজ; অন্যান্য শাখার কাজ থেকে শুধু একটি কাজের কথাই বলবো। আর তা হলো একটি আদর্শ জাতীয় দৈনিকের জন্য ‘রিজাল-সাজি’ বা মানুষ গড়া এবং তা বাস্তবায়ন করা। আল্লাহ তাওফীক দান করুন। আমীন।
بارك الله في حياتكم و مد ظلكم المرهف علينا, و كتب لكم الستر و السلامة و العفو و العافية, و أدامها لكم و أتمها عليكم
সম্পাদক-
প্রিয় মাওলানা! আপনার আকাশ-ছোঁয়া সাহস ও মনোবলকে আমি অভিবাদন জানাই। হায়, কিছু মানুষ যদি আমার কাছে না হোক, আপনার পাশে জড়ো হতো মাথায় কাফন পরে, যেমন পত্রিকায় দেখলাম! ইলমের ময়দানেও মাথায় কাফন পরা মানুষের প্রয়োজন। আমি যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।