মুহাররম ১৪৪৫ হিঃ

সংযোজিত

সম্পাদকের আদালত

শেয়ার করুন:     
প্রিন্ট

ভাই ইয়াসীন!

আপনার তিজারতি ব্যস্ততার কথা আমি বেশ জানি, আর জানি বলেই অবাক বিস্ময়ে ভাবি, লেখার জন্য বসলেন কীভাবে, তারপর এমন লেখা লিখলেন কীভাবে...! আমার এখানে যারা অবসরের দেহলিযে গড়াগড়ি খায় তারা তো বলে, ‘সময় কইরা উঠতে পারি না!’

আপনি জিজ্ঞাসা করলেন, পুষ্পের লেখা চলছে কেমন? আমি বিশেষ কিছু না ভেবে বললাম, ‘সাদার পরিমাণ কমছে, কালোর পরিমাণ বাড়ছে!’ আর আপনি কিনা এখান থেকেই পেয়ে গেলেন লেখার এমন মূল্যবান উপাদান! একটি সাধারণ কথাকে আপনি নিয়ে গেলেন ভাবনার সাগরে এমন তলদেশে! এটা যে পারে সে-ই লেখক হতে পারে! আপনি লেখক হতে পারেন, অন্তত পারতেন, যদি...! কিন্তু তিজারত, সেও তো অনেক বড় সুন্নতে রাসূল!

আপনি লিখেছেন, ‘পুষ্পের পাতায় সাদার পরিমাণ যত কমবে, আর কালোর পরিমাণ যত বাড়বে, আশা করি, সম্পাদকের আমলনামায় সাদার পরিমাণ ততই বাড়বে, আর কালোর পরিমাণ ততই কমবে! ... অপূর্ব! অপূর্ব! জাযাকাল্লাহু খায়রান! আরো অনেক কিছু আপনি লিখেছেন, থাক সেগুলো আপনার আমলনামায় কালো মুছে গিয়ে শুধুই সাদা হয়ে।

আমীন।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা