আমার ভাইয়াকে আমি অনেক ভালোবাসি। আমার ভাইয়া ব্যথা পেলে, আমার মনে ব্যথা লাগে। ভাইয়ার চোখে পানি এলে আমারও কান্না পায়, আমারও চোখ ভিজে ওঠে। ভাইয়া খুশী হলে আমারও খুশি লাগে।আজ আমার ভাইয়া পড়ে গিয়ে অনেক জোরে ব্যথা পেয়েছে। ইস, কপালটা ফেটে গিয়ে অনেক রক্ত ঝরেছে। ভাইয়া এত ব্যথা পেলো, তবু কাঁদলো না। রক্তে বালিশটা ভিজে গেলো, তবু ‘উহ্’ বললো না।আমার কান্না শুনে আম্মু ছুটে এলেন। দেখো তো আম্মু পেরেশান! কীভাবে হলো, ভাইয়াও বলতে পারে না, আমিও বলতে পারি না।ডাক্তার এলেন, আর সেই কাজটা করলেন, বলতেও ভয় করে, ইন্জেক্শন!ভাইয়ার জন্য আমি অনেক দু‘আ করি। ভাইয়া যেন সুস্থ থাকে, আর ঠিকমত লেখা পড়া করতে পারে। (নাযরানা বিনতে সালমান)