জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

কচি ও কাঁচা

আল্লাহর দান

লিখেছেনঃ খাদীজা বিনতে আব্দুল মান্নান (মাদরাসাতু হাফছা, উত্তর...)

শেয়ার করুন:     
প্রিন্ট

সবকিছু আল্লাহর দান; মায়ের মমত, বাবার স্ণেহ, ভাই-বোনের ভালোবাসা, সবকিছু আল্লাহর দান।

যেদিকে তাকাই সেদিকেই শুধু আল্লাহর দান; গাছের ফুল ও ফল, মাঠের সোনালী ফসল এবং নদীর মাছ, সবই আল্লাহর দান।

মেঘ-বৃষ্টি ও ঝর্ণার পানি সব আল্লাহর দান।

ফল দিয়ে, ফসল দিয়ে ক্ষুধা দূর করি; বৃষ্টি ও ঝর্ণার পানি দিয়ে পিপাসা দূর করি। পুকুরে নদীতে কত রকম মাছ, কত সুস্বাদু মাছ। কৈ, শিঙ, মাগুর, রুই, কাতল, বোয়াল, কত মজা করে খাই।

তাই এসো বোন, এসো ভাই,  আমরা সবাই আল্লাহর গুণ-গান গাই।


শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা