আম্মুকে আজ খুব মনে পড়ছে। কত দূর থেকে এখানে এসেছি ইলমের জন্য, আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য। আম্মুকে ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হয়, আম্মুরও অনেক কষ্ট হয়। আম্মু বলেন, ইলমের জন্য কষ্ট তো করতেই হবে।
আম্মু এখন কী করছেন? নামায পড়ছেন? তাসবীহ পড়ছেন? রান্না ঘরে রান্না করছেন? আম্মুকে একটু যদি দেখতে পারতাম। এখন যদি দু’টি ডানা হতো! উড়ে গিয়ে আম্মুকে দেখে, আম্মুকে একটা চুমু দিয়ে আবার উড়ে চলে আসতাম। পরীদের ডানা আছে, আমার ডানা নেই কেন?!
আপা বলেন, তোমাদের যখন মায়ের কথা মনে পড়বে তখন মন খারাপ না করে মায়ের জন্য দু‘আ করবে, রাবিবরহামহুমা কামা রাববায়ানী ছাগীরা। তখন দেখবে, মনটা ভালো হয়ে গেছে, আর আল্লাহ খুশী হবেন। সত্যি, আম্মুর জন্য দু‘আ করলে মনের কষ্টটা দূর হয়ে যায়।