১৪-৭-১০ খৃ.
কাকডাকা ভোরেই ঘুম থেকে উঠলাম। ফজরের পর অনেকক্ষণ কোরআন তিলাওয়াত করলাম। কিন্তু এতক্ষণ হয়ে গেলো, সূর্য্যিমামা তো এখনো উঠেনি। আকাশটাও কেমন মেঘলা। পাখিদের কিচিরমিচিরেও আনন্দ নেই। সে যাই হোক, ওদের মনে আজ আনন্দ নেই, হয়ত মনটা খারাপ, কিন্তু সূর্য্যিমামার কী হলো? অবশেষে অপেক্ষার প্রহর গুনার ইতি টেনে পূর্ব দিগন্তে দেখা গেলো সূর্য্যিমামাকে। কিন্তু সেকি! তাহার হাসিটা আজ কোথায় গেলো। কেমন একটি ভাব নিয়ে আজ দেখা দিয়েছে। আজ কি হয়েছে সবার। হঠাৎ মনে হলো, আজ কত তারিখ? ১৪ই জুলাই। আজ তো আমার প্রিয় দাদু ভাই আল্লামা আব্দুল (রহ,)-এর মৃত্যুবার্ষিকী! তবে কি এই মহামনীষী হারানোর ব্যথায় সবাই ব্যথিত! সাথে সাথেই মনটা খারাপ হয়ে গেলো। হৃদয়াকাশে বইতে লাগিলো দাদু হারানোর ব্যথায় কষ্টের তোলপাড়।
(সম্পাদক- লেখাটি কোনরকম সম্পাদনা ছাড়া হুবহু ছাপা হলো)