শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

রবিউল আওয়াল ১৪৩২হিঃ (১৯) | রোযনামচার পাতা

একটি রোজনামচা

লিখেছেনঃ মুহম্মদ আলী শরীফ

 

১৪-৭-১০ খৃ. 

কাকডাকা ভোরেই ঘুম থেকে উঠলামফজরের পর অনেকক্ষণ কোরআন তিলাওয়াত করলামকিন্তু এতক্ষণ হয়ে গেলো, সূর্য্যিমামা তো এখনো উঠেনিআকাশটাও কেমন মেঘলাপাখিদের কিচিরমিচিরেও আনন্দ নেইসে যাই হোক, ওদের মনে আজ আনন্দ নেই, হয়ত মনটা খারাপ, কিন্তু সূর্য্যিমামার কী হলো? অবশেষে অপেক্ষার প্রহর গুনার ইতি টেনে পূর্ব দিগন্তে দেখা গেলো সূর্য্যিমামাকেকিন্তু সেকি! তাহার হাসিটা আজ কোথায় গেলোকেমন একটি ভাব নিয়ে আজ দেখা দিয়েছেআজ কি হয়েছে সবারহঠাৎ মনে হলো, আজ কত তারিখ? ১৪ই জুলাইআজ তো আমার প্রিয় দাদু ভাই আল্লামা আব্দুল (রহ,)-এর মৃত্যুবার্ষিকী! তবে কি এই মহামনীষী হারানোর ব্যথায় সবাই ব্যথিত! সাথে সাথেই মনটা খারাপ হয়ে গেলোহৃদয়াকাশে বইতে লাগিলো দাদু হারানোর ব্যথায় কষ্টের তোলপাড় 

(সম্পাদক- লেখাটি কোনরকম সম্পাদনা ছাড়া হুবহু ছাপা হলো)