মুহররম ১৪৩২ হি: (১৮)

কচি ও কাঁচা

কে তিনি?

শেয়ার করুন:     
প্রিন্ট

 

শোনো, আমি কে? তুমি তো শুধু রূহ ছিলে! তুমি আমার কাছে রূহের জগতে ছিলে! তোমার রূহ আমি সৃষ্টি করেছিলাম। রূহকে জিজ্ঞাসা করেছিলাম, আমি কী তোমার রব নই? তুমি বলেছিলে, অবশ্যই আপনি আমার রব। 

আমি তো সেই আল্লাহ! রূহের জগতে আমাকে চিনতে পেরেছো, এখন কেন চিনতে পারো না! 

এই শরীর আমি সৃষ্টি করেছি তোমার মায়ের গর্ভে। তারপর রূহকে পাঠিয়েছি সেই শরীরের ভিতরে। রূহ ও শরীর মিলেই হয়েছো তুমি। তখন আমাকে চিনতে পেরেছো, এখন কেন চিনতে পারো না? আমিই তো আল্লাহ! তোমাদের রব!

আকাশ দেখে আমাকে চিনতে পারো না! চাঁদ-তারা, গ্রহ-সূর্য, এসব দেখে আমাকে চিনতে পারো না! মেঘ-বৃষ্টি, নদী-সাগর, এসব দেখে আমাকে চিনতে পারো না! যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, আমার সৃষ্টি দেখে তারা আমাকে চিনতে পারে, এমনকি আমাকে তারা চিনতে পারে নিজের ছোট্ট শরীরটি দেখে। তুমিও চিন্তা করো; খুব সহজেই চিনতে পারবে আমাকে..   

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা