শাবান ১৪৩১হিঃ (১৭)

কচি ও কাঁচা

একটি চিঠি

শেয়ার করুন:     
প্রিন্ট

(মুক্তা বিনতে মুতাহ্‌হার-এর চিঠি। মাদরাসাতু হাফসা, উত্তর যাত্রাবাড়ী) সম্পাদক ভাইয়া, ০ আমি মুক্তা, আপনি পুষ্প, তাই না! পুষ্প খুব সুন্দর পত্রিকা! ০০ একেবারে মুক্তার মত! ০ পুষ্প আমার কাছে খুব ভালো লেগেছে। ০০ আমার কাছে মুক্তা খুব ভালো লেগেছে। ০ রোযনামচা দেখে অনেক খুশি লেগেছে। এখন আমি রোযনামচা লিখি। আমার খুব ভালো লাগে রোযনামচা লিখতে । ০০ তোমার লেখা এবং হাতের লেখা দু'টোই মুক্তার মত। তবে ..! ০ আমি এখন কারো সঙ্গে রাগ করি না, ঝগড়া করি না। ০০ বলো কী, তুমি না মেয়ে! রাগ করো না, ঝগড়া করো না তাহলে?! ০ এখন আমি সবার সঙ্গে ভালো ব্যবহার করি, সবাইকে ভালোবাসি। এখন আমি আম্মুর কথা শুনি। ০০ ঠিক আছে, এতে কোন সমস্যা নেই। আমিও সবার সঙ্গে ভালো ব্যবহার করি। যেমন, আমের বড়াটা নিয়ে বলি, এটা খেতে তোমাদের কষ্ট হবে, দাও আমিই খেয়ে ফেলি। আমিও সবাইকে ভালোবাসি। যেমন, নাতির পিঠে কিল দিয়ে বলি, ভাইয়া আমার কত ভালো, একটুও কাঁদে না! আর ঠিকই, এত্‌ত বড় কিলটা খেয়েও কাঁদে না। আর আম্মুর কথা! আম্মু যখন বলেন, বাবা, এ কাজটা করো তো, আমি বলি, আম্মু, তোমার কথা শুনেছি! তুমি কি এমন ভালো, মুক্তা!

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা