শাবান ১৪৩১হিঃ (১৭)

কচি ও কাঁচা

মজার মজার বই

লিখেছেনঃ খাদিজা বিনতে আব্দুল মান্নান

শেয়ার করুন:     
প্রিন্ট
আজ ভাইয়া আমার জন্য মজার মজার দশটি বই এনেছেন। বইগুলো আমার খুব ভালো লেগেছে। দেখতে যেমন সুন্দর, তেমনি কথাগুলো আরো সুন্দর। প্রথম বইটির নাম আল্লাহ তাতে আল্লাহর কথা আছে; আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। কীভাবে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, বিশ্বজগত সৃষ্টি করেছেন। গাছ-পালা, পশু-পাখী সৃষ্টি করেছেন এবং মানুষ সৃষ্টি করেছেন। দ্বিতীয় বইটির নাম, প্রথম মানুষ। তাতে হযরত আদম (আ)-এর কথা আছে। কীভাবে শয়তান তাকে ধোকা দিলো, কীভাবে তিনি পৃথিবীতে এলেন, কীভাবে এত মানুষ হলো! একটি বই মাটির ঘর, তাতে আছে কবরের কথা। বইগুলো পড়ে আমি অনেক কিছু জানতে পেরেছি।
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা