মুহাররম ১৪৪৫ হিঃ

পুষ্পকলি

পুষ্পকলিদের রোযনামচা

শেয়ার করুন:     
প্রিন্ট

আজ বিকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি।  হঠাৎ দেখি একটা বল এসে একটা ফুলের গাছে, ফুলের গায়ে লাগলো, আর ফুল থেকে কিছু পাপড়ি ঝরে পড়লো। একটি ছেলে এসে বলটা নিয়ে গেলো; পাপড়িগুলো দেখলো, মাটিতে পড়ে আছে, কিন্তু পাপড়িগুলো তুললো না! হয়ত খেলার চিন্তায় ছিলো।পাপড়িগুলো হয়ত কষ্ট পেয়েছে! আমার খুব মায়া হলো পাপড়িগুলোর জন্য। তাই পাপড়িগুলো আদর করে তুলে নিলাম!  আমার মনে হলো, পাপড়িগুলো খুশী হয়েছে!

জুনায়েদ, মাদানী মক্তব

০০ যখন অনেক বড় হবে, আর এই লেখাটি দেখবে, কেমন লাগবে!

 

***

আজ বিকেলে মাঠ থেকে ফেরার সময় দেখি, সুন্দর একটি প্রজাপতি! একটি সুন্দর ফুলের উপর বসে আছে! একবার মনে হলো, প্রজাপতিটি ফুলের চেয়ে সুন্দর! আবার মনে হলো, না, ফুলটি প্রজাপতির চেয়ে সুন্দর! আবার মনে হলো, কম নয় বেশী নয়, ফুল ও প্রজাপতি, দু’টোই সুন্দর!আমি যদি হতাম ঐ ফুল, ঐ প্রজাপতি, কত ভালো হতো! শিশুরা আমাকে দেখে খুশী হতো! আমাকে ধরতে আসতো, আর আমি উড়ে যেতাম! আমি যে প্রজাপতি!আমাকে ধরতে না পেরে শিশুদের মনে কষ্ট হতো! তাদের চোখে পনি আসতো! আমার মায়া লাগতো! আমি বলতাম, আমাকে ধরবে কেন! ঐ ফ‚লটাকে আলতো করে ধরো!শিশুরা তখন কান্নাভুলে আমার কাছে আসতো। আমার ঘ্রাণ পেয়ে শিশুরা খুশী হতো, ওদের খুশি দেখে আমিও খুশী হতাম। একটি শিশু হয়ত আমাকে গাছের ডাল থেকে ছিড়তে চাইতো! আমি তো ফুল, আমি তো প্রজাপতি না! আমি উড়ে যেতে পারি না! আমি তখন কী করবো! আমি তখন শিশুটিকে বলবো, তুমি না কত ভালো! তুমি বুঝি জানো না, ফুল ছিঁড়তে নেই! ফুলের তো কষ্ট হয়! ফুলকে তুমি কষ্ট দিয়ো না! দেখবে আল্লাহ্ কত খুশী হবেন! ...

আব্দুল্লাহ্ আলমাহী, মাদানী মক্তব

০০ তোমার লেখাটিও হয়েছে ঠিক প্রজাপতির মত! না, ঠিক ফুলের মত! আসলে তোমার লেখাটি হয়েছে ফুলের মত এবং প্রজাপতির মত!
 

 

***

ছোট্ট দু’টি ফুলের কলি, একই বৃন্তে এসেছে কলি দু’টো! যেন যমজ ভাইবোন! কলি দু’টো বেশ খুশী! মৃদু বাতাসে যখন দোল খায়, আমিও খুশী হই। আমারো ভালো লাগে! মনে হয়, ভাইবোন মনের আনন্দে কথা বলছে।কী কথা! এই তো, একদিন ওরা বড় হবে! বাগানে ফুল হয়ে ফোটবে। ওদের পাপড়িতে সুবাস হবে! বাগানে যারা আসবে তারা সুবাস পেয়ে খুশী হবে!একটি কলি হয়ত বলে, দুষ্ট ছেলে যদি আমাকে, তোমাকে ছিঁড়ে ফেলে! অন্যকলিটি হয়ত বলে, ছিঁড়ো না ল²ীভাই! আমাদের ফুল হয়ে ফুটতে দাও! আমরা তোমাকে সুবাস দেবো!আমাদের শিশুদের অন্তরে যেমন কত স্বপ্ন থাকে; কলিরাও তো ফুলশিশু! তাদেরও তো থাকতে পারে কিছু স্বপ্ন! কিন্তু...

( তোমরা সবাই লেখাটি পূর্ণ করে আমাদের কাছে পাঠাও)

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা