রবিউল আউয়াল ১৪৪০হিঃ (৩/৭)

তোমাদের পাতা

সবাইকে

শেয়ার করুন:     
প্রিন্ট

জীবন সবাইকে কিছু দিতে চায়, জীবন সবার কাছ থেকে কিছু নিতে চায়। জীবনেরই মোহে সবাই এমন আচ্ছন্নতার মধ্যে জীবনকে হারিয়ে ফেলে যে, না জীবনের কাছ থেকে কিছু নিতে পারে, যা জীবনকে কিছু দিতে পারে। তাই প্রাপ্তির সমৃদ্ধি থেকে যেমন বঞ্চিত হয় তেমনি হয় দানের ঐশ্বর্য থেকে বঞ্চিত।

সবার কাছে আজ আমার হৃদয়ের আকুল আবেদন, আসুন, জীবন যা দিতে চায় তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করি এবং জীবন যা নিতে চায় কৃতার্থতার সঙ্গে জীবনকে তা দান করি। দানে ও প্রাপ্তিতে, আসুন জীবনকে আমরা সুন্দর করি, ¯িœগ্ধ করি এবং যিনি জীবন দান করেছেন তাঁর সন্তুষ্টি অর্জন করি।

 মতামত আমরা সাদরে গ্রহণ করতে চাই। অভিযোগকারীকে ধন্যবাদ!

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা