প্রিয় আবু ছালেহ .... থেকে একটি খামের মধ্যে করে ঝরাফুলের এই পাপড়িগুলো পাঠিয়েছে। খামের উপর লেখা ছিলো, ‘ফুটনোন্মুখ পুষ্পকলির নিকট কিছু ঝরা পাপড়ির মিনতি....
বিবর্ণ হইবার পূর্বে যেন তোমার দেখা পাই। মৃত্তিকার সঙ্গে মিশিয়া যাইবার পূর্বে যেন দেখিতে পাই, তুমি পূর্ণ প্রস্ফুটিত পুষ্প এবং তোমার সুবাসে সমগ্র উদ্যান সুবাসিত।’ এটাই কামনা আজকের ঝরা পাপড়ির। (০০ ইহাই কামনা আজিকার ঝরা পাপড়ির)
***
প্রিয় আবু ছালেহ! তোমার এই ‘সাহিত্যকর্ম’ সুন্দর! তাতে নতুনত্ব ও সৃজনশীলতার ছাপ রয়েছে। আমার মনে হয়েছে ওয়াল্লাহু আ‘লাম্ তোমার কলম সুন্দর একটি সম্ভাবনা ধারণ করে, যদি নিয়মিত তার যত্ন ও পরিচর্যা করা হয়। এ বিষয়ে সবারই সাবধান হওয়া কর্তব্য যে, শুধু যতœ ও পরিচর্যা এবং ধারাবাহিক চর্চা ও সাধনার অভাবে বহু সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। তোমার উদ্দেশ্যে আমার একটি বক্তব্য, ‘ঝরা পাপড়িও বহুদিন সজীব থাকতে পারে যদি ভোরের শিশিরে তা সিক্ত থাকে।’
আমি আশা করবো, তুমি তোমার শিক্ষকের তত্ত্বাবধানে একটি ‘নেযামুল আওকাত’ অনুসরণ করবে। মূল অধ্যয়নের প্রতি পূর্ণ যতœবান হওয়ার পাশাপাশি নিয়মিত পুষ্প অধ্যয় করবে। নিয়মিত রোযনামচা লিখবে। পুষ্পের বিভিন্ন বিভাগের জন্য নিয়মিত লেখা পাঠাবে এবং ছাপা হওয়ার আকাক্সক্ষা থেকে মুক্ত থাকবে। আল্লাহ তোমাকে রক্ষা করুন, তোমার সম্ভাবনাকে পূর্ণ প্রস্ফুটিত করুন, আমীন; ছুম্মা আমীন!!