আল কুদসসংখ্যা (৩/২)

তোমাদের পাতা

ফিলিস্তীনী কিশোর ফাউযী?

শেয়ার করুন:     
প্রিন্ট

 মুসলিম বিশ্ব এখন প্রতিবাদ বিক্ষোভে উত্তাল, বিশেষ করে ফিলিস্তীনের সমগ্র ভূখ- যেন অগ্নিগর্ভ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনধর্মের নিকট পবিত্র শহর জেরুসালেমকে ইহুদী রাষ্ট্্র ইসরাইলের রাজধানী বলে ঘোষণা করেছেন। এর প্রতিবাদেই এসব বিক্ষোভ। ইসরাইলী সৈন্যরা সর্বোচ্চ নৃশংসতার মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা করছে। এর মধ্যে একটি ছবি সমাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। অল্প বয়সের ফিলিস্তীনী কিশোর, নাম ফাউযী। সে এখন ফিলিস্তীনী গণজাগরণের প্রতীক হয়ে উঠেছে।

ছবিতে দেখা যাচ্ছে, তার চোখ বাঁধা, একজন সশস্ত্র সৈনিক তার হাতদু’টো পিছনমোড়া করে ধরে রেখেছে। আবার আটদশজন সশস্ত্র সৈনিক তাকে ঘিরে রেখেছে, যেন ভয়, কখন কী হয়ে যায়!

একজন নিরস্ত্র কিশোরকে নিয়ে এতগুলো সশস্ত্র ইহুদিসেনার এরকম ভীতি সন্ত্রস্ততা! সামাজিক সবকটি মাধ্যমে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে মন্তব্য লিখছেন, ‘তোমরা এত কাপুরুষ, জানা ছিলো না।

একজন লিখেছে, একজন নিরস্ত্র ফিলিস্তীনী কিশোরকে কাবু করতে ২৩জন ইহুদিসেনা! বোঝাই যায়, তোমাদের ভিতরে নৈতিক জোর নেই।

 হেলাল  ২৩/৩/৩৯ হি.

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা