যাদের চিঠি ও লেখা পেয়েছি
সবাইকে ধন্যবাদ
রাবিউল ইহসান
বাইতুস্সালাম, উত্তরা, ঢাকা
০ তোমার ঝুড়িটা ফেরত পাঠাতে অনেক ঝামেলা, তুমি এসে নিয়ে যাও।
মাহফুযুল হক নাসিম
দারুল কোরআন, বড়বাজার, বানিয়াচং, হবিগঞ্জ
০ তোমার দীর্ঘ লেখাটির শিরোনাম হলো, ‘আদর্শসমাজ গঠনে কাওমী মাদরাসার ভূমিকা’। ভালো, বানানে আরো যত্নবান হও।
আব্দুল মাজেদ বিন শাহেব আলী
ইসলামপুর মাদরাসা, গোপালগঞ্জ
০ তুমি তোমার আববার ইনতিকালের হালাত লিখেছো। তোমার আববার সৌভাগ্য যে, মৃত্যুর সময় তার ছেলেরা তার চারপাশে জড়ো হয়ে সূরা ইয়াসীন তিলাওয়াত করেছে। আল্লাহ তাকে মাগফেরাতে কুলস্নী নছীব করুন, আমীন।
আহমদ/ যাত্রাবাড়ী, ঢাকা
০ তুমি সূর্যের উদয় ও অস্ত দেখে যে শিক্ষা গ্রহণ করেছো তা খুব মূল্যবান। তুমি আরো লিখতে থাকো।
রুহুল আমীন শাহার
জামেয়া আববাসিয়া কৌড়িয়া, বিশ্বনাথ, সিলেট
০ তোমার রোযনামচার এ বাক্যটি ভালো লেগেছে, ‘চাঁদের হাসিতে লুকিয়ে আছে অনেক কান্না’।
হানিফা/ মানিকপুর, জাকিগঞ্জ, সিলেট
০ তোমার লেখা এত কম আসে কেন? ছাপা হয় না বলে? তোমার লেখা কিন্তু আমার ভালো লাগে! অনেক ছেলে মেয়ে মাসে চার পাঁচটা পর্যন্ত লেখা পাঠায়।
তুমি ‘অসুস্ত’ লিখেছো কেন? দু‘আ করি, আল্লাহ তোমাকে পূর্ণ সুস্থ রাখুন।
তুমি লিখেছো, ‘এখন তিনি নিজেই খেতে পারেন, তাকে খাইয়ে দেয়া লাগে না।’ ভালো হয় যদি লেখো, ‘এখন তাকে খাইয়ে দিতে হয় না।’ তোমার চিঠি পেয়েছি এবং তুমি যেমন আশা করেছো তেমন দু‘আই করেছি এবং করতে থাকবো ইনশাআল্লাহ।
রকীবুল ইসলাম
কয়লাঘাট, কামরাঙ্গীর চর,ঢাকা
০ তোমার রোযনামচা পেয়েছি। তুমি তো কাছেই আছো, একদিন এসে দেখা করে যাও না। এটাকেই আমার দাওয়াত- পত্র মনে করো।
আচ্ছা, তুমি ‘প্রতিযোগীতা’ লিখেছো কেন?
নাজমুল করীম চৌধুরী
দারুল মা‘আরিফ, চট্টগ্রাম
০ তুমি লিখেছো, পৃথিবীতে যত কিছু আছে তার মধ্যে তোমার কাছে সবচে’ প্রিয় হলো তোমার কলম।
তুমি অনেক বড় কথা লিখেছো, এখন কাজের মাধ্যমে তোমার কথার সত্যতা প্রমাণ করো।
আবুবকর সিদ্দীক
মাদরাসাতুল মাদীনাহ, ঢাকা
০ তোমার চিঠি পেয়েছি। তোমার মত আমি এ কামনাই করি। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুন, আমীন।
নাঈমা আক্তার
সিঙাড্ডা, নবাবপুর, কুমিল্লা
০ তোমার রোযনামচা পেয়েছি। তুমি তো বেশ ভালো লিখতে পারো! লিখতে থাকো। ‘স্বপ্ন’ লিখতে হয়, আর লিখিকা লিখবে না, লিখবে ‘লেখিকা’। তোমার নতুন লেখার জন্য পথ চেয়ে বসে থাকলাম।
মুহম্মদ শরীফুল ইসলাম
মাদরাসাতুল মাদীনাহ, ঢাকা
০ তোমার চিঠি ও লেখা পেয়েছি। তোমার জন্য এবং তোমার মত যারা ইলমের জন্য মেহনত করতে চায় তাদের সবার জন্য দু‘আ করি।
জাবির আব্দুল হাই
মাদরাসাতুল মাদীনাহ, ঢাকা
০ তোমার ‘পুরখলূছ’ মুহাববাতের জন্য তোমাকে ‘জাযাকাল্লাহু খায়রান’। আমি যেখানেই থাকি তোমাদের জন্যই আছি।
তুমি ঠিকই বলেছো, ‘অশুদ্ধ উচ্চারণ এবং অসুন্দর আচরণ আমাকে সত্যি অনেক কষ্ট দেয়। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দান করুন আচরণে ও উচ্চারণে বিশুদ্ধ ও সুন্দর হওয়ার, আমীন।
তোমার ণত্বসম্পর্কিত লেখাটি ভালো। নোসখা রেখেছো তো?
মসঊদ বিন ইসলাম
জামালপুর
০ তোমার লেখা পেয়েছি। বড়রা বলেছেন, তালিবে ইলমের জন্য সবচে’ ভয়াবহ বিষয় হলো তলবুল ইলমের বাইরে অপ্রয়োজনীয় বন্ধুত্ব ও মেলামেশা। এভাবে কত তালিবে ইলম যে নিজের ভবিষ্যত নষ্ট করেছে তার কোন হিসাব নেই। আল্লাহ সবাইকে হিফাযত করুন, আমীন।
যহীরুল ইসলাম
শেরশাহ, নাছীরাবাদ, চট্টগ্রাম
০ তোমার লেখা ও কবিতা পেয়েছি; চিঠিও। কবিতার ভাব তো ভালোই মনে হয়, বাকি ছন্দ সম্পর্কে আমার মন্তব্য করার মত জ্ঞান নেই। লেখার ভঙ্গি অবশ্য ভালো। তুমি লিখতে থাকো। আল্লাহ তোমাকে উন্নতি দান করুন, আমীন।
সিলাহুল্লাহ
মাদরাসাতুল মাদীনাহ
০ তোমার রোযনামচা পেয়েছি। তোমার এ বাক্যটি ভালো লেগেছে, ‘মানুষ তো তাঁকেই দিতে চায় না, যিনি তাকে সৃষ্টি করেছেন, তো সে আমাকে কী দেবে। সুতরাং মানুষের কাছে কখনো কিছু পাওয়ার আশা করা উচিত নয়।’
আমাতুল্লাহ ইমরানা
রিকাবি বাজার, মুন্সীগঞ্জ
০ তোমার চিঠি ও রোযনামচা পেয়েছি। আমার ধারণা ছিলো, তুমি আরো লেখা পাঠাবে। চিঠিতে তুমি যে অনুভব-অনুভূতি প্রকাশ করেছো তা তোমার সুন্দর ভবিষ্যতের উদ্ভাস দান করে। জীবনের পথে এগিয়ে চলার জন্য তোমাদের সাধ্য যে কত সীমিত সে অনুভূতি আমার আছে। তবু তো এখন তোমাদের সামনে আশার ক্ষীণ আলো রয়েছে। আজ থেকে ত্রিশ বছর আগের কথা চিন্তা করো।
আল্লাহ যেন তোমাকে এবং আমাদের ঘরে ঘরে তোমার মত যত মেয়ে আছে সকলকে গায়ব থেকে সাহায্য করেন, আমীন।
মুহম্মদ ত্বোহা
মাদরাসা-ই- লাওহে মাহফূয
০ তোমার রোযনামচাগুলো পেয়েছি। তুমি লিখেছো, আজ আমাদের কাপড় ধৌত করার দিন। সহজভাবে লেখো, আজ আমাদের কাপড় ধোয়ার দিন। কঠিন শব্দ ব্যবহার করার কী দরকার?!
হামিদ বিন ফরীদ আহমদ
দারুল মা‘আফি, চট্টগ্রাম
০ তোমার দীর্ঘ সফরনামা ‘শুরু থেকে শেষ’ পড়েছি। ভালো লেগেছে। তুমি নিয়মিত লিখতে থাকো।
খালিদ সাইফুল্লাহ
মাদরাসাতু বাইতির্-রাসূল
০ তোমার লেখা ‘লেখার প্রতি কৃতজ্ঞতা’ ও রোযনামচা পেয়েছি। তুমি আরো লিখতে থাকো। চেষ্টা অব্যাহত রাখলে ইনশাআল্লাহ তোমার সম্ভাবনা আছে।