জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

রোযনামচার পাতা

স্মরণ করি আল্লাহকে

লিখেছেনঃ মনযূরা বিনতে নাযীর / কুমিল্লা

শেয়ার করুন:     
প্রিন্ট

 

কত সুন্দর করে, কী অপরূপ সাজে আল্লাহ সাজিয়েছেন পৃথিবীকে!  বাগানে বাগানে প্রতিদিন কত ফুল ফোটে! কখনো আমরা যাই ফুলের কাছে ফুলের সুবাস নিতে! কখনো ঝিরঝির বাতাস আমাদের কাছে ফুলের সুবাস বয়ে আনে! আমার তখন মনে পড়ে আল্লাহকে!

ভোরে সবুজ ঘাসের ডগায় শিশির-বিন্দু রাঙা সূর্যের রাঙা আলোতে ঝিলমিল করে। এই সবুজ গালিচা, এই রাঙা আলো, এই ঝলমল শিশির দেখে আমার মনে পড়ে আল্লাহকে!

আঁধার রাতে আকাশে তারাদের মেলা বসে, পূর্ণিমার রাতে চাঁদ হাসে, জোসনা ঝরে। কী যে ভালো লাগে! আমার তখন মনে পড়ে আল্লাহকে!

পাখীরা গান গায়, বৃষ্টি নামে রিমঝিম সুরে, ঝর্ণা বয়ে যায় কুলকুল ছন্দে, ... আমার তখন মনে পড়ে আল্লাহকে!


শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা