জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

রোযনামচার পাতা

বানানে ধরা পড়লো

লিখেছেনঃ আব্দুল্লাহ আলমাহদী

শেয়ার করুন:     
প্রিন্ট

 

বড়মামা মজার এক ঘটনা শুনালেন। বাসে করে বাড়ীতে আসছেন। পথে অল্পবয়স্ক এক যুবক উঠলো। গাড়ীর ‘হেল্পার’ ভাড়া চাইলে যুবকটি বললো, ‘আমি স্টুডেন্ট’।

হেলপার ছেলেটি শান্তভাবে বললো, পরিচয়পত্র দেখান। যুবকটি রুক্ষ স্বরে জানালো যে, পরিচয়পত্র সঙ্গে আনেনি।

হেল্পার মৃদু হেসে বললো, আমিও ছাত্র ছিলাম, ছাত্র দেখে আমি চিনি। তুমি STUDENT বানান করো, তোমার ভাড়া মাফ করে দেবো। যাত্রীরাও তাকে সমর্থন করলো। যুবকটি কিন্তু কিছু না বলে মাথা নীচু করে ভাড়া দিয়ে দিলো। তারপর শুরু হলো মানুষের বিভিন্ন রকম মন্তব্যের তুফান।


শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা