জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

রোযনামচার পাতা

আমিও লিখতে পারি

লিখেছেনঃ মার্জিয়া আক্তার,রিছা / উত্তরা, ঢাকা

শেয়ার করুন:     
প্রিন্ট

 

লেখার ইচ্ছা বা স্বপ্ন আমার অনেক দিনের। কিন্তু লেখার শক্তিটা ভিতর থেকে ঠিক যেন জেগে উঠছিলো না। গত সংখ্যায় আমাতুল্লাহ তাসনীম সাফফানার লেখা ‘একটি রাতের কিছু শুভ্র চিন্তা’ পড়ে এমনই আন্দোলিত ও অনুপ্রাণিত হলাম যে, মনে হলো, আমিও তাহলে লিখতে পারবো। কারণ আমি বুঝতে পেরেছি যে, লেখার জন্য প্রয়োজন শুধু যা কিছু আমরা চোখে দেখি মস্তিষ্ক দিয়ে তা চিন্তা করা এবং হৃদয় দিয়ে তা অনুভব করা। চোখের দৃষ্টি যত প্রসারিত হবে, মস্তিষ্কের চিন্তা  যত বিসত্মৃত হবে এবং হৃদয়ের অনুভব যত গভীর হবে কলমের লেখা তত সুন্দর ও মর্মস্পর্শী হবে। আমাদের পরিবারে সবাই  যদি বিদ্যার প্রতি অনুরাগী হতো, উচ্চ উচ্চ চিন্তার অধিকারী হতো; পরিবেশটা যদি ইলমের চর্চায় ও সাহিত্যের সাধনায় জীবন্ত ও প্রাণবন্ত হতো তাহলে কত না ভালো হতো! কিন্তু কবে পাবো আমি আমার স্বপ্নের পরিবার, আমার অন্তরের কামনার সেই পরিবেশ? হে আল্লাহ তুমি আমাদের তাওফীক দাও। তুমি তো সর্ববিষয়ে ক্ষমতাবান।


শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা