৬ -২ - ১১ খৃ. রোববার
মসজিদে বাদফজর নাযেম ছাহেব হুযূর এলান করলেন, হযরত নানুপুরী ইনতিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি‘ঊন) শোকের আঁধারে হৃদয়ের আকাশটা যেন ছেয়ে গেলো। বর্তমানে বাংলাদেশে আল্লাহর যে সকল নেক বান্দা পথভোলা মানুষকে আল্লাহর পথে ডাকছেন, তিনি ছিলেন তাঁদের প্রথম কাতারে। এমন মানুষ এখন শুধু যায়, আসে না। আল্লাহ তাঁকে মাগফেরাত করুন এবং জান্নাতের উঁচা মাকাম দান করুন, আমীন।
১১ - ২ ১১ খৃ. (শুক্রবার)
গতকাল সাপ্তাহিক জলসায় আমার বক্তৃতা ছিলো। কয়েকদিন ধরে বেশ ভালো করে মুখস্থ করেছিলাম; মঞ্চে দাঁড়িয়ে রোবটের মত শব্দগুলো আউড়ে গেলাম এবং বাহবা পেলাম, কিন্তু ..!
১৪ - ২ - ১১ খৃ. (সোমবার)
আজ ভালোবাসা-দিবস। আগে ভালোবাসা ছিলো প্রতিদিন, এখন বছরে মাত্র একদিন। হয়ত মানুষের এখন ভালোবাসার অত সময় নেই। আজ অনেক ফুলের কেনা-বেচা হবে; ভালোবাসার কেনা-বেচাও কি শুরু হয়েছে!
২১ - ২ - ১১ খৃ. (সোমবার)
বিভিন্ন দিক থেকে ভেসে আসছে একুশে ফেব্রুয়ারীর গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি!’
না, আমরা কেউ একুশে ফেব্রুয়ারী ভুলিনি, তবে যাদের রক্তে সেই দিনটি রাঙা হয়েছে তাদের সম্ভবত সবাই ভুলে গেছে এবং ভুলে গেছে সেই ভাষার আহবান, এমনকি সেই ভাষার বাংলামাসটিও।
২৭ - ২ - ১১ খৃ. (রোববার)
পুষ্প এসেছে গতকাল। এত খুশী হলাম যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যাকে বলে আনন্দে আত্মহারা!
হাফীদা শামস-এর রোযনামচা অসাধারণ। একেবারে হৃদয় ছুঁয়ে যায়।
(সম্পাদক- তুমি লিখেছো, ‘একদম’ ... শব্দটি এখানের বক্তব্যের সঙ্গে বে-মানান।)
এমন লেখা আমার আসে না, অনেকেরই আসে না। এমন লেখার জন্য হয়ত এমন কিছুর প্রয়োজন যা আমাদের নেই।
তবে তাঁর লেখায় দুঃখের ছাপ অনেক বেশী। এমন লেখা পড়ে হৃদয় পুলকিত হয় না, বেদনায় নির্বাক হয়।