জুমাদাল উলা ১৪৩২ হিঃ (২০)

তোমাদের পাতা

তোমার প্রতি কৃতজ্ঞতা

লিখেছেনঃ ফুয়াদ ছাফিউল্লাহ (বাইতুস-সালাম, উত্তরা, ঢাকা)

শেয়ার করুন:     
প্রিন্ট

 

তোমাকে দেখিনি, শুধু শুনেছি তোমার সৌন্দর্যের কথা। তারপর মনের কল্পনায় তোমার সুন্দর একটি ছবি এঁকেছি, আর তোমাকে ভালোবেসেছি। তোমার প্রতি আমার না-দেখা ভালোবাসা আমাকে বিশুদ্ধ ও পবিত্র করেছে।

ভালোবাসার সেই প্রথম দিনটি থেকে আমি তোমার পথ চেয়ে আছি। তুমি আসবে, তুমি হাসবে, আমাকে তুমি দেখবে! একটি ফুল দিয়ে তোমাকে আমি বরণ করবো; তোমাকে আমি প্রাণভরে দেখবো! তোমার কথা শোনবো; তোমাকে আমার মনের কথা বলবো, কিন্তু তুমি  এলে না।

দিন গেলো, মাস গেলো, বছর গেলো; প্রতীক্ষার দহনে হৃদয় আমার দগ্ধ হলো, তবু তুমি এলে না।

কিন্তু আমি নিরাশ হইনি। আমার বিশ্বাস ছিলো; সময় যত দীর্ঘ হোক, প্রতীক্ষার যাতনা ও যন্ত্রণা যত কঠিন হোক, একদিন তুমি আসবে; আমার সকল যন্ত্রণার উপশম হবে; পুলকে আনন্দে হৃদয় আমার পূর্ণ হবে।

তাই প্রতীক্ষার যন্ত্রণার মধ্যেও একরকম শান্তি ছিলো এবং বিরহের বেদনার মধ্যেও কিছু সান্তবনা ছিলো।

তারপর হঠাৎ একদিন আমার প্রতীক্ষার যন্ত্রণার অবসান হলো। তুমি এলে, আমার ঘর আলো করে, আমাকে উদ্ভাসিত করে। আমি তোমাকে দেখলাম, তোমাকে স্পর্শ করলাম এবং তোমার সুবাস গ্রহণ করলাম। আনন্দে উচ্ছ্বাসে পুলকে শিহরণে আমি আত্মহারা হলাম।

তুমিও আমাকে দেখলে, বন্ধু বলে আমাকে সাদরে গ্রহণ করলে। তোমার প্রতি আমি কৃতজ্ঞ হে পুষ্প!

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা