আমরা কী করতে পারি, তুমি যদি ঘুম থেকে না জাগো, কিংবা জেগেই ঘুমিয়ে থাকো। ঘুম থেকে যারা জাগতে না চায়, তাদের ঘুমে হয়ত ব্যাঘাত ঘটানো, জাগানো যায় না, আর যারা জেগেই ঘুমিয়ে থাকে, ইসরাফিলের শিঙ্গাও তাদের জাগাতে পারে না।
আমরা কী করতে পারি, তুমি যদি স্বপ্ন না দেখো এবং জীবনগড়ার চেষ্টা না করো। যাদের স্বপ্ন নেই এবং জীবন গড়ার উদ্দীপনা নেই, পৃথিবীতে তাদের বেঁচে থাকারও অধিকার নেই।
আমরা কী করতে পারি, তুমি যদি পথ চলতে না চাও, চড়াই-উৎরাই ও প্রতিকূলতা দেখে তুমি যদি ভয় পাও। যারা পথ চলতে না চায়, পথের প্রতিকূলতাকে যারা ভয় পায়, পথের মনযিল তাদের জন্য নয়, আমরা শুধু পারি তাদের জন্য প্রার্থনা করতে এবং তাদের প্রতি করুণা প্রকাশ করবে।