রবিউছ ছানী ১৪৪৫ হিঃ

কিশোর পাতা

পৃথিবী তাকিয়ে আছে তোমার দিকে হে অরুণ! হে তরুণ!

শেয়ার করুন:     
প্রিন্ট

আল্লাহ্ মানুষের জীবনে যত সৌন্দর্য দান করেছেন তার মধ্যে একটি হলো, মানুষ চিন্তা করতে পারে এবং সুন্দর চিন্তা করতে পারে। তারপর মানুষ স্বপ্ন দেখতে পারে, কিছু সুন্দর স্বপ্ন, শুধু নিজের জন্য নয়, চারপাশের মানুষেরও জন্য। এমন মানুষও এই পৃথিবীতে এসেছেন এবং আসবেন যারা স্বপ্ন দেখেছেন সমগ্র মানবতার কল্যাণের জন্য! যারা বড় বড় স্বপ্ন দেখেছেন এবং স্বপ্নের বাস্তবায়নের জন্য জীবনের সুখ-শান্তি বিসর্জন দিয়েছেন। চারপাশের মানুষের জীবনে এবং পৃথিবীর সবার জীবনে স্বপ্নের আলো ছড়িয়ে দেয়ার জন্য তাঁরা নিরন্তর প্রয়াস প্রচেষ্টা চালিয়েছেন।পৃথিবীতে আজ কল্যাণকর যাকিছু দেখতে পাই! নিজেদের জীবনের জন্য যাকিছু পথ ও পাথেয় খুঁজে পাই তা কিন্তু অতীতের সেই আলোকিত মানুষগুলোর সুন্দর চিন্তার, সুন্দর ভাবনার ফল! তাঁদেরই আলোকিত স্বপ্নের এবং আলোকিত সাধনার ফসল।এখন পৃথিবী তাকিয়ে আছে তোমার দিকে হে অরুণ! হে তরুণ! পৃথিবী চায়, অতীতের আলোকিত মানুষের মত তুমি কিছু স্বপ্ন দেখো নিজের জন্য, মানুষের জন্য এবং মানবতার জন্য! পৃথিবী চায়, তোমার স্বপ্নের আলো আগামী প্রজন্মের সবার জীবনে ছড়িয়ে দেয়ার জন্য নিরন্তর সাধনায় নিজেকে তুমি নিয়োজিত করো। আগামী দিনে মানুষের জন্য তুমি কিছু পথ তৈরী করো এবং রেখে যাও সুন্দর কিছু পাথেয়। তোমার হৃদয় যেন চিরন্তন আলোর আভায় উদ্ভাসিত হয়! তোমার কলম যেন মানুষ ও মানবতার কল্যাণে কিছু কালি ঝরায়, কিছু আলো ছড়ায়! তোমার স্বপ্নের জীবনে এবং জীবনের স্বপ্নে কিছু ফুল দিয়ে, কিছু পাপড়ি দিয়ে পুষ্প তোমার পাশে থাকতে চায়।৬/৭/৪০ হি. ১৩/৪/১৯ খৃ.

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা