পৃথিবীতে কত দেশ, কত জাতি, কত ভাষা! সব ভাষাই সুন্দর। কারণ মানুষ যেমন আল্লাহর সৃষ্টি, মানুষের মুখের ভাষাও আল্লাহর সৃষ্টি। ভাষা মানুষের জন্য আল্লাহর শ্রেষ্ঠ দান। মুখে ভাষা আছে বলেই মানুষ মনের কথা বলতে পারে। সুখের কথা, দুঃখের কথা, আনন্দ-বেদনার কথা এবং আপনজনের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করতে পারে। ভাষা আছে বলেই মানুষকে আমরা সত্যের পথে ডাকতে পারি।
অনেক ভাষার মধ্যে আরবী ভাষা হলো কোরআন-সুন্নার ভাষা। আরবী ভাষা হলো আমার নবীর ভাষা। তাই আরবী ভাষা আমার কাছে পবিত্র ভাষা।
সব ভাষার মধ্যে বাংলা ভাষা হলো আমার মাতৃভাষা। বাংলাভাষা আমার মায়ের মুখের ভাষা। বাংলা ভাষাকে তাই আমি ভালোবাসি।
পৃথিবীর সকল ভাষাকে আমি শ্রদ্ধা করি। কারণ সব ভাষা আল্লাহর দান। সব ভাষারই রয়েছে নিজস্ব সৌন্দর্য ও নিজস্ব অলঙ্কার ও প্রাচুর্য।
আরবী ভাষা আমি শিখবো আল্লাহর কালাম এবং নবীর কালাম বোঝার জন্য। বাংলা ভাষা আমি শিখবো দ্বীন প্রচার করার জন্য এবং মানুষকে কল্যাণের পথে ডাকার জন্য।
অন্য যে কোন ভাষা আমি শিখবো জীবনের প্রয়োজন পূর্ণ করার জন্য।
বাংলাভাষার প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা! কারণ এ ভাষা আমার জন্মের ভাষা, আমার হাসি-কান্না ও আনন্দ-বেদনার ভাষা, এ ভাষা আমার মাতৃভাষা।
আরবীভাষার প্রতি আমার অন্তরের ভালোবাসা ও কৃতজ্ঞতা, কারণ এভাষা আমার মৃত্যুর ভাষা! আমার হৃদয় ও আত্মার ভাষা, আমার জ্ঞান ও চিন্তার ভাষা। জান্নাতে এ ভাষাই হবে আমার এবং আমার মায়ের মুখের ভাষা।
সকল ভাষার প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা কারণ তা কারো না কারো মায়ের মুখের ভাষা।