২৯-৮-৩১ হিঃ
জীবন থেকে যারা কিছু পেতে চায়, জীবনের কাছে প্রতিনিয়ত তারা সঞ্চয করে ত্যাগ ও সাধনার সম্পদ। জীবন তাদেরকে ফিরিয়ে দেয় তাদের সাধনার সম্পদ বহু গুণে বর্ধিত করে।
জীবনের কাছে যাদের ত্যাগ ও সাধনার কোন সঞ্চয় থাকে না, বরং থাকে আরাম-আয়েশ ও ভোগ-বিলাসের ঋণ ভবিষ্যতে জীবনের কাছে তাদের পাওয়ার কিছু থাকে না, বরং জীবন বড় নির্মমভাবে তার ঋণ আদায় করে নেয় এবং সুদসহ।
আমি যদি বড় হতে চাই, সফল হতে চাই, জীবনের কাছ থেকে আমি যদি কিছু পেতে চাই তাহলে এখন থেকে আমাকে জীবনের প্রতি অবহেলা এবং সময়ের অপচয় পরিত্যাগ করতে হবে। আমাকে আত্মনিয়োগ করতে হবে জীবন গড়ার সাধনায়, যেমন করেছেন আমাদের পূর্ববর্তীরা।
আমি যদি হতে চাই আমার মহান পূর্ববর্তীদের সফলতা ও সৌভাগ্যের অধিকারী তাহলে জীবনের রাজপথে আমাকে চলতে হবে তাঁদেরই পদাঙ্ক অনুসরণ করে।
খিলবাড়ি, মুক্তাগাছা, মোমেনশাহী