অনেক দিনের তামান্না ছিলো, পুষ্পের সম্পাদক যখন পুষ্পের সাধনায় আত্মনিয়োগ করেন তখন তার আত্মসমাহিত রূপটি খুব কাছে থেকে দেখবো। এবার বিরতিতে সে দুর্লভ সুযোগ পেলাম এবং একটি মূল্যবান শিক্ষাও লাভ করলাম। তিনি বললেন, কেউ কেউ এখন খুব কষ্ট করে দূরে সরে আছে, যাতে আমার সাধনার নিমগ্নতায় ব্যাঘাত না ঘটে, আর তুমি কাছে এসেছো নিজের ইচ্ছা পূরণ করতে আর আমার নিমগ্নতায় ব্যাঘাত ঘটাতে। তাহলে বলো তো, কে কাছে, কে দূরে?!
এতই যদি ইচ্ছা হয়ে থাকে, আড়াল থেকে না হয় দেখতে এবং আমার সাধনার সফলতার জন্য দু‘আ করতে! সেটা তোমার এবং আমার জন্য হতো আরো কল্যাণকর।