কেউ তাকে ভালোবাসে না। সবাই বলে, ছেলেটি মন্দ। লেখা-পড়া করে না, মা-বাবার কথা শোনে না। মিথ্যে কথা বলে। এই করে, ঐ করে। ছেলেটির ভবিষ্যৎ অন্ধকার।
আমি বলি, ও তো আমার বন্ধু। একসময় তো ও ভালো ছিলো। লেখাপড়ায়, আচার-আচরণে অতুলনীয় ছিলো। সবার উপকার করতো, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তো। সবাই তাকে ভালো বলতো, ভালোবাসতো। এখন সে মন্দ হলো কেন, কার দোষে?
অমি বিশ্বাস করি, ও আবার ভালো হয়ে যাবে, আমার হাত ধরে যে শপথ করেছে সে! আমরা তো একে অন্যের বন্ধু। আমি ওর পাশে ছিলাম, থাকবো, আমি ওকে ভালো হতে সাহায্য করবো। ওর ভালো হওয়ার যোগ্যতা আছে, শুধু দরকার একটু সাহায্য, একটু সহমর্মিতা।