মুহররম ১৪৩২ হি: (১৮)

তোমাদের পাতা

পুষ্পের প্রতি কৃতজ্ঞতা

লিখেছেনঃ আকরাম হোসাইন

শেয়ার করুন:     
প্রিন্ট

আমাদের দেশে অনেক পত্রিকা আছে, এমনকি দ্বীনী ও ইসলামী পত্রিকাও কম নয়। নিজস্ব ক্ষেত্রে সেগুলোর উল্লেখযোগ্য ভূমিকাও রয়েছে। কিন্তু পুষ্প এমন একটি পত্রিকা যা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ স্বতন্ত্র। পুষ্প এমন একটি পত্রিকা যা একান্তভাবে আমার, যা আমার জন্য চলার পথ তৈরী করে, আমাকে চলার পথ দেখায় এবং আমাকে পথের পাথেয় যোগায়। পুষ্প এমন একটি পত্রিকা যার ছোট-বড়  প্রতিটি লেখা পাঠকের উদ্দেশ্যে একটি বার্তা প্রেরণ করে, প্রতিটি লেখা পাঠকের হৃদয়কে স্পর্শ করে, জাগ্রত করে এবং অনুপ্রাণিত করে। পাঠকের হৃদয়ে লেখকের হৃদয়ের ছায়া পড়ে, এমন লেখা শুধু পুষ্পেই আছে। তাই প্রতিটি লেখায় পাঠক যেন নিজেকে খুঁজে পায়। ‘স্বপ্নের প্রতি কৃতজ্ঞতা’ লেখাটি পড়ে....

- আকরাম হোসাইন

সম্পাদক- এবার থামো তো ভাই! সম্পাদকের মাথাটা আবার বিগড়ে দিয়ো না। অনেক কিছু বলেছো, আসল কথাটা বলোনি। পুষ্পের মূল বৈশিষ্ট্য এই যে, পুষ্প হলো শেখার পত্রিকা, সম্পাদক, লেখক ও পাঠক সবারই জন্য। তাই প্রশংসার অপ্রয়োজনীয় উচ্ছ্বাস ত্যাগ করে পুষ্পের আসল শিক্ষাটুকু গ্রহণ করো, অন্তত চেষ্টা করো। 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা