শাবান ১৪৩১হিঃ (১৭)

তোমাদের পাতা

তাকে

শেয়ার করুন:     
প্রিন্ট
জানি না, তাকে পেতে হলে কী করতে হবে আমাকে? কোন্‌ পথে চলতে হবে, কত দূর যেতে হবে? পাহাড়-পর্বত অতিক্রম করতে হবে? আমি প্রস'ত। নদী ও সাগর পাড়ি দিতে হবে? আমি প্রস'ত। পার হতে হবে দিগন-হীন আগুনঝরা মরুভূমি? আমি প্রস'ত। যদি বলো ত্যাগ করতে হবে অতীতের ভোগ-বিলাস, যদি বলো, ভুলে যেতে হবে যৌবনের আনন্দ-উচ্ছ্বাস, এমনকি যদি বলো, বিসর্জন দিতে হবে এই সজীব প্রাণ, হাসিমুখে আমি প্রস'ত সবকিছু ত্যাগ করতে, সবকিছু বিলিয়ে দিতে এবং.. এবং প্রাণ বিসর্জন দিতে। তবু হে আল্লাহ, আমাকে নিয়ে চলো তার কাছে! তাকে ফিরিয়ে আনো আমার ঘরে, আমার বুকে!
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা