শাবান ১৪৩১হিঃ (১৭)

তোমাদের পাতা

আমাকে

শেয়ার করুন:     
প্রিন্ট
আমি একসময় ছিলাম তোমাদের কাছে। তোমরা আমাকে অর্জন করেছিলে সযত্ন সাধনার মাধ্যমে। আমি ছিলাম তোমাদের কাছে, তাই সবকিছু ছিলো তোমাদের কাছে। নেতৃত্ব, মর্যাদা ও প্রাচুর্য! তোমরা তখন ভয় পেতে না কাউকে, অন্যরা কম্পমান ছিলো তোমাদের ভয়ে। তারপর কী হলো! তোমরা ভুলে গেলে আমাকে। শুধু ভুলেই গেলে না, চরম অবজ্ঞায় তোমরা ত্যাগ করলে আমাকে। তোমরা ছুঁড়ে ফেললে আমাকে, আর অন্যরা তুলে নিলো পরম সমাদরে। তারা বুঝলো আমার মূল্য ও গুরুত্ব। তাই তারা আমাকে ভালোবাসলো এবং আমাকে পাওয়ার সাধনায় আত্মনিয়োগ করলো। আমাকে ভুলে, আমাকে ফেলে তোমরা ডুবে গেলে আরাম-আয়েশ ও ভোগ-বিলাসে, আর অন্যরা সবকিছু ভুলে ডুবে গেলো আমাকে পাওয়ার সাধনায়। আমি তো ধরা দেই তাদেরই কাছে, আমাকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে যারা সাধনায় আত্মনিয়োগ করে। ফল কী হলো? তোমরা নেতৃত্ব হারালে, ওরা সমাসীন হলো নেতৃত্বের আসনে! তোমাদের মর্যাদা হলো ভূ-লুণ্ঠিত, ওদের মর্যাদা হলো আকাশচুম্বী! তোমাদের জীবনে নেমে এলো অভাব ও দারিদ্র্য, ওরা লাভ করলো সম্পদ ও প্রাচুর্য! আর ভয়-ভীতির হলো ‘স'ানবদল’! কোথায় আছি আমি? তাও ভুলে গেছো! আমি আছি আকাশে-বাতাসে, জলে-স'লে, ভূগর্ভের গভীরে এবং সাগরের তলদেশে। আমি আছি তোমারই চারপাশে, প্রকৃতির সবকিছুতে। আমি সুলভ, কিন' দুর্লভ! আমাকে অর্জন করতে হয় সাধনার মাধ্যমে! এখনো চিনতে পারোনি আমাকে? এখনো বুঝতে পারোনি আমি কে? হায় রে নির্বোধ, অযু করো, কোরআন খোলো এবং পড়ো, ‘আর প্রস'ত করো তোমরা তাদের জন্য শক্তি যতটা পারো।’ হাঁ, আমার নাম শক্তি। আমি লুকিয়ে আছি অণুতে পরমাণুতে, আগ্নেয়গিরিতে! আমি লুকিয়ে আছি জলের তরঙ্গে, নদীর স্রোতে, সাগরের ঢেউয়ে! আমি লুকিয়ে আছি...! কেন ভুলে আছো আমাকে? কেন অবহেলা করেছো আমাকে? কেন তুলে দিয়েছো অন্যের হাতে? অথচ আমাকে অর্জন করা তো তোমার প্রতিপালকের আদেশ! ওঠো, জাগো, আমাকে অর্জন করার সাধনায় আত্মনিয়োগ করো। জানি, ওরা ছাড়বে না আমার দখল! তাই তোমাদের ছিনিয়ে আনতে হবে আমাকে সাধনার জোরে। আবার বদল হতে পারে মর্যাদা ও নেতৃত্বের! আবার পরিবর্তন হতে পারে পৃথিবীর মানচিত্রের! আবার তোমরা পেতে পারো এমন একটি দেশ, যার আয়তন হবে তিন মহাদেশ, শুধু যদি পারো জ্ঞান সাধনার মাধ্যমে আবার আমাকে অর্জন করতে!
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা