শাবান ১৪৩১হিঃ (১৭)

তোমাদের পাতা

তখন আমি...

শেয়ার করুন:     
প্রিন্ট
পূর্ণিমার রাতে ভরা চাঁদ যখন আকাশের ললাটে শুভ্র টিপ হয়ে বিরাজ করে, মুগ্ধ দৃষ্টিতে আমি তাকিয়ে থাকি দূর আকাশের ঝলমলে ঐ চাঁদটার দিকে। জোসনার প্লাবনে পৃথিবীটা ভেসে যায়, আমি ভেসে যাই। আমি নিজেই যেন চাঁদের জোসনা হয়ে যাই। তখন ...! ভোরের পাখীরা যখন গান গায়, সন্ধ্যার পাখীরা যখন ক্লান- ডানা মেলে নীড়ে ফিরে আসে, সাঁঝরাতে যখন ঝিঁঝি ডাক শুনি, কিংবা শুনি ডাহুকের ডাক, আমি নিজেই যেন পাখী এবং পাখীর গান হয়ে যাই। আমারই কণ্ঠে যেন শুনি কোকিল, বুলবুলির গান। তখন ...! আকাশে যখন তারার মেলা বসে, বাগানে যখন সাদা সাদা ফুল ফোটে, কাশবনে যখন কাশফুলেরা হেসে ওঠে, প্রজাপতিরা ফুল থেকে ফুলে উড়ে বেড়ায়, আর জোনাকিরা যখন শুরু করে আলোর উৎসব, সবকিছু যখন আমার অসি-ত্বের মাঝে একাকার হয়ে যায়, তখন ...! আকাশ থেকে যখন রিমঝিম বৃষ্টি বর্ষিত হয়, মেঘের কোলে যখন রোদ হাসে, সাদা-কালো মেঘের আল্‌পনা এবং রঙধনুর বাহার দেখে যখন আমি মুগ্ধ হই, তখন ...! চাঁদের জোসনায়, পাখীদের কলতানে, সাঁঝরাতের ঝিঁঝি রবে এবং মধ্যরাতে ডাহুকের করুণ ডাকে আমি খুঁজি তোমাকে। তারাদের ঝিলিমিলিতে, ফুল ও কাশফুলের শুভ্রতায়, প্রজাপতির রঙ্গিন ডানায় এবং জোনাকির আলোতে আমি দেখতে পাই তোমাকে। আকাশের চাঁদ এবং চাঁদের স্নিগ্ধ জোসনা, সে যে তোমারই করুণা! পাখীদের কলতান, ডাহুকের ডাক এবং সাঁঝরাতের ঝিঁঝি গান সে যে তোমারই গুণগান! তারাদের ঝিলিমিলি, ফুল ও কাশফুলের শুভ্রতা এবং জোনাকির আলো সে তো তোমারই নূরের উদ্ভাস! রিমঝিম বর্ষণ, মেঘের আল্পনা এবং রঙধনুর বাহার সে তো তোমারই কুদরতের প্রকাশ! আমার দিন-রাত ও সকাল-সন্ধ্যার ভাবনায় তুমি, শুধু তুমি। আমার সুখের কোলাহলে, দুঃখের অশ্রুজলে; আমার নিঃসঙ্গতার বেদনায় এবং নির্জন রাতের কান্নায় তুমি শুধু তুমি। আমার শয়নে, স্বপনে ও জাগরনে, আমার নীরবতায় ও মুখরতায় তুমি, শুধু তুমি। আমার জীবনে তুমি, মরনে তুমি, আমার আনন্দে তুমি, বেদনায় তুমি, আমার ভাবে তুমি, অনুভবে তুমি। আমার সবসত্তায় তুমি, শুধু তুমি। আমি ভালোবাসি তোমাকে শুধু তোমাকে! আমার কলম থেকে ঝরা শব্দের প্রতিটি ফুল তোমার জন্য, শুধু তোমার জন্য। আমি শুধু তোমার হতে চাই এবং শুধু তোমাকে পেতে চাই হে প্রিয়তম!
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা