একদিন ছিলে তুমি আমার কাছে! তুমি ছিলে, তাই আমার সব ছিলো। ঘর ছিলো, বাগান ছিলো, ফুল ছিলো, ফল ছিলো, সুখ ছিলো, শানি- ছিলো। তোমার সান্নিধ্যে জীবন আমার পরিপূর্ণ ছিলো! আমি তো ভালোবাসতাম তোমাকে! ভুলে গেছো, কত রাত জেগেছি তোমার জন্য মোমের আলোতে! যখন তোমার কেউ ছিলো না তখন ছিলাম আমি। তোমার আলো কে ছড়িয়েছে অন্ধকারের বুকে! আজ তোমার সব হয়েছে আমি হয়েছি পর! ভুলে গেছো বাগদাদের কাহিনী, কর্ডোভার স্মৃতি! একটু না হয় ঢলে পড়েছিলাম নিদ্রার কোলে, তাই বলে চলে গেলে তুমি আমাকে ত্যাগ করে! এত দিনের সেবা-যত্ন, ভালোবাসা; এত দিনের রাতজাগা সাধনা, সব মিথ্যা হয়ে গেলো! কোথায় তুমি হে প্রিয়?! আবার কি হতে পারে না আমাদের মিলন! এখনো আছে তোমার জন্য আমার বুকের ভালোবাসা! তোমার জন্য আবার আমি জ্বালতে পারি মোমের আলো! ফিরে আসবে তুমি আমার কাছে, আমার বুকের ভালোবাসা নিতে! কোথায় তুমি হে জ্ঞান, হে বিজ্ঞান, একটু ঘুমের ভুলে কোথায় কোন্ সুদূরে চলে গেছে তোমার কাফেলা! কোথায় পাবো তোমাকে? তোমাকে খুঁজতে আবার আমি ওঠবো মানমন্দিরে। মানমন্দির তো আমারই নির্মাণ! রাতের আকাশে তারাদের কাছে আমি জানতে চাইবো তোমার ঠিকানা। দূরবীন চোখে একসময় আমি তো দেখতাম তারাদের! তোমার সন্ধানে আবার আমি জাহাজ ভাসাবো সাগরে। সাগরের মানচিত্র তো আমারই তুলিতে আঁকা! তোমাকে পাওয়ার সাধনা আবার আমি শুরু করবো শূন্য থেকে। ‘শূন্য’ তো আমারই আবিষ্কার!