শাবান ১৪৩১হিঃ (১৭)

কিশোর পাতা

স্বপ্নের প্রতি কৃতজ্ঞতা

শেয়ার করুন:     
প্রিন্ট
স্বপ্ন যদি না হতো, জীবন হতো ধু-ধু মরুভূমি, কিংবা শুকিয়ে যাওয়া নদী। বেদনা ও যন্ত্রণা এবং অভাব ও বঞ্চনার এ জীবনে মানুষ বেঁচে আছে শুধু স্বপ্নকে অবলম্বন করে। ঝড় আসে, তুফান আসে, সাজানো বাগান উজাড় হয়ে যায়, তবু জীবনের গতি থেমে যায় না। কারণ জীবনের ধ্বংস -লীলার মাঝেও মানুষ স্বপ্ন দেখে জীবনের। জলোচ্ছ্বাস আসে, তাতে জীবনের সব অবলম্বন ভেসে যায়, সম্বলহীন মানুষ তখন স্বপ্নকে অবলম্বন করেই সামনে এগিয়ে যায়। স্বপ্ন আছে বলেই মানুষ আছে, জীবন আছে; ভগ্নাবশেষের উপর নির্মাণের উদ্যম আছে। আমাদের জীবন আমাদের বুকে লালিত স্বপ্নের কাছে কৃতজ্ঞ। *** ঘুম এবং ঘুমের স্বপ্ন আজো মানুষের কাছে অজানা এক রহস্য! মানুষ বাস-বে যে স্বাদ-আহ্লাদ এবং যে ভোগ-আনন্দের নাগাল পায় না, ঘুমের চাদর মুড়ি দিয়ে স্বপ্নের জগতে পাড়ি দিয়ে মানুষ কত সহজে সবকিছু পেয়ে যায়! এমনকি ঘুম থেকে জেগেও মানুষ স্বপ্নের আবেশে বিভোর থাকে। গাছতলায় ধূলিশয্যায় যে নিদ্রা যায় স্বপ্নের জগতে সেও রাজপ্রাসাদে রাজ-উদ্যানে বিচরণ করে। ছোট্ট শিশুও স্বপ্নের জগতে ফুলপরীর সঙ্গ পায় এবং পঙ্খিরাজে চড়ে মেঘের রাজ্য ছাড়িয়ে অচিন দেশে চলে যায়, যেখানে রাক্ষসের হাতে বন্দী আছে রাজকুমারী! আর যদি বলি, স্বপ্ন থেকেই মানুষ লাভ করে জীবনের বড় বড় সমস্যার সমাধান! যদি বলি, তোমার স্বপ্ন আসলে তোমার চলার পথের আলোক-নির্দেশ! যদি বলি, একটি স্বপ্ন কখনো কখনো মানুষকে উদ্ধার করেছে অন্ধকার থেকে আলোর দিকে তাহলে তো স্বপ্নের প্রতি তোমাকে থাকতেই হবে কৃতজ্ঞ, আজীবন!
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা